আসসালামু আলাইকুম, আমি মোঃ আশরাফুল আলম সোহান, বর্তমানে পূবালী ব্যাংক লিমিটেড এ অডিটর হিসেবে কর্মরত আছি। অফিসের প্রয়োজনেই আমাকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেতে হয়। নতুন জায়গায় নতুন মানুষদের সাথে মেশার সুযোগ সৃষ্টি হয়। আমি যেহেতু একজন ভ্রমণ পাগল মানুষ, তাই আমি আমার পেশাদার জীবনকে খুব উপভোগ করছি।
ঢাকায় জন্ম, আবাসস্থল এবং বেড়ে উঠার কারণে ছোটবেলা থেকেই সবুজ গ্রাম-বাংলার প্রতি একটা টান অনুভব করতাম। স্কুলজীবনে ঘুরাঘুরি বলতেই বুঝতাম ঢাকার অদূরে আমার খালাম্মার বাড়ি সাভারকে। পরবর্তীতে কলেজে উঠার পর থেকে বন্ধুদের সাথে ঢাকার বাইরে বন্ধুদের গ্রামের বাড়ি ঘুরতে যাওয়া শুরু করলাম। বর্তমান সময়ের ছাত্ররা কলেজে উঠার পরই ঢাকার বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার অনুমতি পায় পরিবারের কাছ থেকে কিন্তু আমার জন্য সেই সুযোগটা খুব কম ছিল। মনে পড়ে বিশ্ববিদ্যালয়ে ওঠার পর ২০০৮ সালে রোটাসিয়ার একটি প্রোগ্রামে বন্ধুদের সাথে ৩ রাতের জন্য কক্সবাজার গিয়েছিলাম, এখন পর্যন্ত অনেকবারই কক্সবাজার গিয়েছি কিন্তু ২০০৮ সালের মতো মজা এখনও পাইনি। একই বছর বন্ধুদের সাথে সিলেট যাই, সেটাও ছিল দারুণ অভিজ্ঞতা। সেই থেকেই সুযোগ পেলে সময়ে-অসময়ে দেশ এবং দেশের বাইরে ভ্রমণ করেই যাচ্ছি। আর বর্তমানে ভ্রমণ এক ধরনের নেশার মতো হয়ে উঠেছে।
“দেখব পৃথিবী ঘুরবো বেশ
কিন্তু সবার আগে আমার দেশ, বাংলাদেশ।”
এই স্লোগান বুকে ধারণ করে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলার সৌন্দর্য এবং ইতিহাসের খোঁজে বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছি। ভ্রমণ সঙ্গী হিসেবে কখনো বন্ধু, কখনো অফিসের সহকর্মীকে সাথে নিয়ে আবার কখনও একাই ঘুরছি।
কর্মজীবন এবং পারিবারিক জীবনের বাইরে লেখালিখির সময় বের করাটা আমার জন্য কিছুটা কষ্টসাধ্য। এরপরেও কেন জানি আমার ভ্রমণ অভিজ্ঞতাগুলি আপনাদের মাঝে শেয়ার করার প্রাণান্ত ইচ্ছার কারণেই আমার এই পেইজের সৃষ্টি। হয়তোবা প্রতিদিনই নতুন লেখা প্রকাশ করতে পারবো না, তবে অবশ্যই চেষ্টা করব নতুন নতুন ভ্রমণ অভিজ্ঞতাগুলি আপনাদের মাঝে শেয়ার করার।
সবাই দোয়া করবেন আমার জন্য। আশা করি সবাই আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ।